জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ আর নেই

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে

চাইম ব্যান্ডের ভোকালিস্ট ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’ খ্যাত কণ্ঠশিল্পী খালিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। তার মৃত্যুতে সংগীতসহ শোবিজের নানা অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

জানা গেছে, আজ রাতেই তাকে গ্রামের বাড়ি গোপালগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে মঙ্গলবার তার দাফন সম্পন্ন হবে।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের ভুবনে পথচলা শুরু করেন। তিনি আশি ও নব্বইয়ের দশকে ভোকালিস্ট হিসেবে ‘চাইম’ ব্যান্ডে যোগ দিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে তরুণ প্রজন্মের শ্রোতাদের হৃদয় জয় করেন।

তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’— এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ। যার গান একসময় পাড়া-মহল্লার বিভিন্ন শ্রোতাদের মুখে মুখে থাকত, বাজত বিপণি-বিতানসহ বিভিন্ন দোকানে। তাকে আশির দশকে মানুষ চিনত ‘চাইম’ ব্যান্ডের খালিদ নামে।

পরিবারসহ যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন খালিদ। কয়েক মাস আগে স্ত্রীসহ দেশে আসেন তিনি। ১৯৮৩ সাল থেকে ব্যান্ড চাইমে গাইছেন খালিদ।