জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার ৩ কোটি ৬ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।

:
: ৫ years ago

বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন কাজের পাশাপাশি জনকল্যাণমূলক কাজের অবদান অপরিসীম। আজ ৯ অক্টোবর দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা হতে বেসরকারি প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আব্দুল লতিফ মজুমদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এম জি কবির ভুলুসহচেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা হতে প্রদত্ত ৪০ টি চেকের বিপরীতে ৩ কোটি ৬ লক্ষ টাকা বেসরকারি প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান।