অমৃত রায়,জবি প্রতিনিধি:: দক্ষিণ কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নির্ধারিত জমির ভেতরে থাকা অবৈধ একটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি এলাকায় প্রায় ৪ বছর পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ করেছে সরকার।
জমির এক অংশে ইসমাইল হোসেন ‘পশ্চিমদি ব্রিকস’ নামে একটি ইটভাটা পরিচালনা করে আসছেন। সরকার ইটভাটার জমি ইসমাইল হোসেনের কাছ অধিগ্রহণ করে তাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেয়। কিন্তু তিনি জমি ছেড়ে না দিয়ে অবৈধভাবে ইটভাটা চালিয়ে আসছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জমি থেকে ইটভাটাটি সরিয়ে নেয়ার জন্য বলা বললেও ইসমাইল হোসেন কর্ণপাত করেননি। অবশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ইটভাটা সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়। এতেও তারা কর্ণপাত না করায় বৃহস্পতিবার অভিযানের মাধ্যমে ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযানের সময় ইটভাটার মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।