ছয় বছর পর দেশে ফিরলেন মালালা

লেখক:
প্রকাশ: ৬ years ago

দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই।

তালেবানের গুলিতে আহত হওয়ার ঘটনার ছয় বছর পর তিনি প্রথমবারের মতো পাকিস্তানে ফিরলেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

২০১২ সালে নারী শিক্ষার প্রচারোণা চালানোর সময় এক তালেবানের গুলিতে আহত হন মালালা। পরে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয় তাকে।

নারীশিক্ষা  ও মানবাধিকার কর্মী ২০ বছর বয়সী মালালা এই সফরকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সঙ্গে এক বৈঠকে বসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

‘নিরাপত্তার কথা’ বিবেচনা করে মালালার এই সফর নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।