ছয় কেন্দ্রে ইভিএম, তিন কেন্দ্রে সিসি ক্যামেরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৪২৫টি কেন্দ্রে চলবে এ সিটির ভোটগ্রহণ কার্যক্রম।

রিটার্নিং অফিসারের কার্যালয় জানায়, ৪২৫টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

এগুলো হলো- ১৫৪ নং চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫৫ মফিজ উদ্দিন খান উচ্চবিদ্যালয়, পশ্চিম জয়দেবপুরের ১৭৪ নম্বর মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭৫ নং সারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯১ রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয়, ১৯২ রানী বিলাসমণি উচ্চ বিদ্যালয় ভবন-২।

এছাড়া ১৮৯ নং গাজীপুর মহিলা কলেজ নিচতলা কেন্দ্র, জয়দেবপুরের ২০৫ নং কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আউশপাড়ার ৩৯০ নং বশির উদ্দিন সরকার একাডেমি থাকবে সিসি ক্যামেরার আওতায়।

নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন ৮ হাজার ৭০৮ জন নির্বাচনী কর্মকর্তা। প্রতিটি কেন্দ্রে একজন করে ৪২৫ জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

এতে সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন ২ হাজার ৭৬১ জন। পোলিং অফিসার থাকবেন ৫ হাজার ৫২২ জন। নির্বাচন সুষ্ঠভাবে হচ্ছে কিনা সেটা নির্বাচন কমিশন সচিবালয় থেকে তদারকি করা হবে।

নির্বাচনে কোনো ধরনের ঝামেলা মনে হলে সাথে সাথে ঢাকা থেকে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের জাহাঙ্গীর আলম ও বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের হাসান উদ্দিন সরকার।

এছাড়া আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মোঃ রুহুল আমিন (কাস্তে), ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ জালাল উদ্দিন (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ নাসির উদ্দিন (হাতপাখা)।

নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের ৪৪ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। বাকি ৫৬টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৪ জন প্রার্থী। ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৪ জন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার টঙ্গীর আউশপাড়া বশির উদ্দিন উদয়ন একাডেমী কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।