ছড়িয়ে পড়ছে সারাদেশে : একদিনে ২৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

লেখক:
প্রকাশ: ৩ years ago

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। মোট ভর্তি রোগীর মধ্যে ২১৯ জন রাজধানীর হাসপাতালে ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০ জনে। হাসপাতালে মোট ভর্তি সহস্রাধিক রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে ৯৫৪ জন ও ঢাকার বাইরে ৮৬ জন রয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব কথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৫৭ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬৩ জনসহ মোট ২১৯ জন রয়েছেন। অপরদিকে ঢাকার বাইরের ৩৮ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ২৭ জন, ময়মনসিংহে দুইজন, রাজশাহীতে তিনজন, খুলনায় দুইজন এবং বরিশাল বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ২৪ জনের তথ্য পর্যালোচনা করার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। এখনো পর্যন্ত কোনো মৃত্যু নিশ্চিত করেননি পর্যালোচনা কমিটির সদস্যরা।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৫ হাজার ৯০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮৩৮ জন রোগী।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং ৭ আগস্ট পর্যন্ত ৩ হাজার ২৪৪ জন রোগী ভর্তি হন।