টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা গ্রামের ঘটনা। পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এরপর স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়ে বাবা জব্বার আলী (৪৮) সঙ্গে বেশ কয়েকবার ঝগড়া হয় বিল্লালের। এর এক পর্যায়ে বাবা জব্বারকে কুপিয়ে হত্যা করে বিল্লাল। গতকাল শনিবার ভোরের এ ঘটনায় রোববার সকালে বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে বিল্লাল হোসেনের স্ত্রী কিছু দিন আগে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যায়। এরপর থেকে বিল্লাল স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তার বাবাকে চাপ দিতে থাকেন। বিষয়টি নিয়ে ছেলে বিল্লাল ও বাবা জব্বারের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে। এরপর শনিবার ভোরে জব্বার ঘর থেকে বাইরে বেরুলে বিল্লাল তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বড় ছেলে মোতালেব হোসেন বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন। বাবার খুনের অভিযোগে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com