ছেলেধরা গুজবে জনসচেতনতামূলক প্রচারনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

সারাদেশে ছেলেধরা গুজব প্রকট আকার ধারণ করেছে। ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকজনকে ইতোমধ্যে হত্যা করা হয়েছে। ছেলেধরা গুজব রোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-এর পক্ষ থেকে গণসচেতনতামলূক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি) গলাকাটা, ছেলে ধরা গুজবে কান না দেয় সে ব্যাপারে বরিশালের সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়েছে। গুজবে জনসচেতনতামূলক প্রচারনায় বলা হয়।

গুজব নিয়ে বিভ্রান্ত হবেন না,
অপরকে বিভ্রান্ত করবেন না

প্রিয় বরিশাল মহানগরবাসী,
সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমসহ সর্বত্র পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে মর্মে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এটি সম্পূর্ন মিথ্যা ও গুজব।

যারা এ বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব চাড়াচ্ছে তাদের খুঁজে বের করতে এবং আইনের আওতায় আনতে ইতোমধ্যে পুলিশের বিশেষ সাইবার গোয়েন্দা কাজ করছে।

এধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল এবং গনপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো গুরুতর ফৌজদারী অপরাধ।

গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না।

কাউকে ছেলে ধরা বলে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে সাথে সাথে নিকটবর্তী থানায় খবর দিন অথবা সন্দেহবাজন ব্যক্তিকে পুলিশের নিকট সোপর্দ করুন।
গুজব এবং গনপিটুনির মত কাজকে প্রতিহত করুন।

যে কোন প্রয়োজনে ৯৯৯ এ কল করুন (চার্জ ফ্রি)
“আপনাদের সেবায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ অঙ্গীকারবদ্ধ”
জনসচেতনতামূলক প্রচারনায় আরো বলা হয়।

১। “গলা কাটা, ছেলে ধরা” গুজবে কান দিবেন না। এ ধরনের কোন গুজবের তথ্য পেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে তাৎক্ষনিকভাবে অবহিত করুন।

২। কাউকে গনপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো গুরুতর ফৌজদারী অপরাধ।

৩। গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ গোয়েন্দা দল অনুসন্ধান তৎপরতা শুরু করেছে।

৪। কাউকে সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন।

৫। আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি।

৬। যে কোন বিভ্রান্তিমূলক তথ্য বা গুজব ঋই বা যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট, শেয়ার, লাইক ও কমেন্টস করা থেকে বিরত থাকুন।

৭। যে কোন জরুরুী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করুন।

প্রচারে : বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল।