ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের এক হাজার ৭১৪টি বিদ্যালয়ের মধ্যে ৭৮৩ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবার শতভাগ ফেল করা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই বরিশালে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বোর্ডের পরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।

বোর্ড থেকে পাওয়া তথ্যে জানা যায়, বরিশাল বোর্ডের ৭৮৩টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বরিশাল জেলার ২১২টি, ভোলার ১৪৮টি, পটুয়াখালীতে ১৩২টি, পিরোজপুরে ১০৮টি, বরগুনায় ১০০টি এবং ঝালকাঠীতে ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর বরিশাল বোর্ডে ৮২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। শতভাগ ফেলের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই বরিশাল বোর্ডে।

বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, জেএসসি পরীক্ষায় এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এক হাজার ৭১৪টি বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থী ছিল এক লাখ ১৭ হাজার ৪০০ জন। এদের মধ্যে এক লাখ ১৩ হাজার ৯৮৫ জন বোর্ডের আওতাধীন ১৮১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে এক লাখ ১০ হাজার ৬১৯ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার ৯৮ জন ছাত্রী এবং ৫০ হাজার ৫০০ ২১ জন ছাত্র। মোট পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ৪২টি। এবার পাসের হারেও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয় ৪২ শিক্ষার্থী ।