চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে শাহানারা বেগম (৪০) নামে এক মায়ের করুণ মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন ছেলে শামীম গাজীকে (২৫) আটক করেছে পুলিশ। নিহত শাহানারা বেগম চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাজী বাড়ির হুমায়ুন গাজীর স্ত্রী।
এ বিষয়ে চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু জাগো নিউজকে জানান, শামীম গাজী এক সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত। বছর দুয়েক ধরে নেশাগ্রস্ত যুবকদের সঙ্গে মিশে সে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। ঘটনার দিন তার মা তাকে নিয়ে কুমিল্লা নাঙ্গলকোর্ট যাওয়ার পথে শামীম গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তার মা তাকে ধরতে গেলে গাড়ি থেকে পড়ে আহত হন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, মানসিক রোগে আক্রান্ত শামীম গাজীকে নিয়ে তার মা ও ছোট ভাই চিকিৎসা করানোর জন্য কুমিল্লার নাঙ্গলকোর্টে যাচ্ছিল। সিএনজি থেকে পালানোর চেষ্টা করলে তার মা তাকে ধরতে গিয়ে গাড়ি থেকে পড়ে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসআই হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের অভিযোগের কারণে আমরা মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছি। মানসিক রোগে আক্রান্ত শামীম গাজীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com