নাইজেরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি অ্যালিকো ডাঙ্গোট। সে কারণেই বোধ হয় এ শিল্পপতির এতো খামখেয়ালি। হঠাৎ করেই টাকা দেখতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬৯ কোটি ২৩ লাখ ১০ হাজার টাকা তুলে আবারও জাহির করলেন তিনি এখনও শীর্ষেই রয়েছেন। ধনদেবী যে তার উপর এখনও আশীর্বাদের বন্যা বইয়ে চলেছেন সেটা জেনে হয়তো আত্মতৃপ্ত হলেন ডাঙ্গোটে।
ডাঙ্গটে বলেছেন, ‘সবাই ধনী বলে জন্যই যে আমি ধনী হয়ে গেলাম তা নয়। মাঝে মাঝে নিজের টাকা পয়সা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। তাই বেশ কয়েকবছর আগে (তখনও তিনি দেশের সবচেয়ে ধনী শিল্পপতি ছিলেন) নিজের অ্যাকাউন্ট থেকে ১ কোটি টাকা বের করেছিলাম। সেগুলো ভাগ করে নিজের গাড়ির মধ্যে এবং নিজের ঘরে রেখেছিলাম। তারপর সেগুলো স্পর্শ করে ভাবতে ভাল লাগত আমার টাকা আছে।’
ডাঙ্গটে আসলে আত্মতৃপ্তির রোগে ভোগেন। সেকারণেই মাঝে মাঝে এই কাজগুলো করে থাকেন।
সেকারণেই তিনি নতুন উদ্যোত্তাদের পরামর্শ দিয়েছেন, কখনও নিজের প্রথম সাফল্যে গর্বিত হবে না। উত্থান পতন সকলের জীবনেই আসে। ধারাবাহিক সাফল্যে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে কঠিন কাজ বলে তিনি মনে করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com