ছারছীনা দরবার শরীফে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন শতাব্দির ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়। বাদ ফজর মহান স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন তাদের রূহের মাগফিরাত কামনার্থে সম্মিলিত কুরআন তেলাওয়াত করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে ছারছীনা দারুচ্ছুন্নাত আলীয়া মাদ্রাসা ও ছারছীনা দারুচ্ছুন্নাত জামেআ-এ নেছারিয়া দ্বিনীয়া মাদ্রাসার সম্মুখে ছাত্র ও শিক্ষকদের উপস্থিতিতে পতাকা উত্তেলন করা হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় ছারছীনা জামে মসজিদে মহান স্বাধীনতা যুদ্বের তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর মিলাদ ক্বিয়াম ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছারছীনা দারুচ্ছুন্নাত আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওঃ সৈয়দ মুহাঃ শরাফত আলী, উপাধ্যক্ষ মাওঃ রূহুল আমিন ছালেহী, মাওঃ আ. জ. ম. অহিদুল আলম, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেআ-এ নেছারিয়া দ্বিনীয়ার মুদীর মাওঃ মাহমুদুম মুনীর হামীম, নায়েবে মুদীর মাওঃ মোঃ মামুনুল হক প্রমূখ।