প্রাথমিক সমাপনী পরীক্ষা চলছিল পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ঘটলো বিপত্তি। আরমান নামের স্থানীয় এক যুবক স্কুলের ভেতরের রাস্তা দিয়ে ভেতরে যাবার চেষ্টা করলেন।
এসময় পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম তাকে বাধা দেন। এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে আরমান শফিককে ঘুষি মারতে আরম্ভ করেন। এঘটনায় আহত হন শফিক, রক্ত ঝরতে থাকে তার দেহ থেকে। পরে শফিককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরমান ছাত্রলীগের একজন নেতা। তিনি নাগডেমড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বড় ভাই হারুণ অর রশীদ নাগডেমড়ার ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পরবর্তীতে আরমানের বড় ভাইকে পুলিশের পক্ষ থেকে চাপ দিয়ে আরমানকে গ্রেপ্তার করা হয়।
বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ‘আরমানকে গ্রেপ্তারে তার ভাই আমাদের সহায়তা করেছেন। এ ঘটনায় এএসআই মাহবুব হোসেন বাদী হয়ে আরমানের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মামলা করেছেন।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com