বরিশালে চার ছাত্রদল কর্মীকে ছাত্রলীগ নেতাকর্মীরা কুপিয়ে জখম করার অভিযোগ করেছে জেলা ছাত্রদল। এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাড়িতে হামলা চালায় বলেও অভিযোগ সংগঠনটির।
আফরোজা খানম নাসরিনের অভিযোগ, শুক্রবার বিকালে কালো পতাকা মিছিল শেষে সিয়াম, আশিক, শামীম ও রিজভীসহ তিনি বাসায় ফিরছিলেন। ফেরার পথে নগরীর সিঅ্যান্ডবি রোড সংলগ্ন তেমাথা এলাকায় পৌঁছলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত ও মহানগর ছাত্রলীগের রইচ আহম্মেদ মান্না তাদের উপর হামলা চালায়। অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা রিজভীকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পরেই ছাত্রলীগের কর্মীরা আমার বাড়িতে হামলা চালায়। তবে রাজনৈতিক সূত্র বলছে, উল্লেখিত ছাত্রলীগ নেতারা দিনভর অশ্বিনী কুমার হলের সামনে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছিলেন।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিমকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। সাজ্জাদ সেরনিয়াবাতকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, সারাদিন ডিউটিতেই ছিলাম। এ ধরনের কোন খবর পাওয়া যায়নি।