স্বজনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না গৃহবধূ কুলসুমা আকতারের। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় মিনিবাস-ছাঁরপোকার (স্থানীয় বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন আরও ১০ যাত্রী। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রশিদনগরের ফাহিমা সি-পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুমা আক্তার (২৪) ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকার আব্দু রহিমের স্ত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফাহিমা ক্লাব থেকে বিয়ের অনুষ্ঠান শেষ করে ছাঁরপোকা যোগে বাড়ি ফিরছিল নিহত ও আহতরা। এসময় কক্সবাজার মুখী ঈদগাঁও লাইন মিনিবাসের কক্সবাজার-হ-১১-০০৫০ গাড়িটি অপর একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে ছাঁরপোকার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে কুলসুমার মৃত্যু হয়।
রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।