‘চোর-পুলিশ’ খেলায় সজল-উর্মিলা

:
: ৭ years ago

‘চোর-পুলিশ’ শিরোনামের নতুন একটি নাটকে ফের জুটিবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও উর্মিলা শ্রাবন্তী কর।  কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত নাটকটি পরিচালনা করছেন মাসুদ হাসান রানা।

এর চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল।  সম্প্রতি নাটকটির শুটিংও শুরু করেছেন সজল-উর্মিলা।

নাটকটি প্রসঙ্গে সজল বলেন, গল্পটিতে আমার চরিত্র ব্যতিক্রম। যে চরিত্রে দর্শকরা আমাকে দেখে পছন্দ করেন। এটি সিরিয়াস গল্পের নাটক না হলেও ভাঁড়ামির কিছু নেই। সব মিলিয়ে বিনোদনে ভরপুর একটি নাটক হয়েছে। ‘

উর্মিলা শ্রাবন্তী কর বলেন, সোমবার থেকে নাটকটির শুটিং শুরু করেছি। সুন্দর একটি গল্পের নাটক। এতে আমার আর সজল ভাইয়ের কেমিস্ট্রি দর্শকরা পছন্দ করবেন।

জানা গেছে, ‘চোর পুলিশ’ নাটকটি শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।