হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাই মোবাইলসহ এক কর্মচারীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইয়াছিন মিয়া (৩৮)। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন বিল্ডিং এমএলএসএস হিসেবে কর্মরত রয়েছেন।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, গত শনিবার (১৯ মে) সকালে মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসী সফিকুল ইসলাম। তার ব্যক্তিগত মালামালের ব্যাগগুলো আগমনী কাস্টমসে স্ক্যানিং করার পর ভুলক্রমে ১টি ল্যাপটপ রাখার কালো রঙের ব্যাগ স্ক্যানিং মেশিনের পাশেই ফেলে যান।
ব্যাগে ১টি রেডমি নোট-৫, গ্লোবাল ভার্সন মোবাইল (চার্জার সহ), ১টি কালো, সবুজ ও নীল রঙের গেঞ্জি, ১টি সবুজ রঙের গেঞ্জি এবং ১টি গ্রামীণ চেকের বিভিন্ন রঙের ফুলহাতা শার্ট ছিল। ফেলে যাওয়ার ঘণ্টাখানেক পর সেখানে গিয়ে আর ব্যাগ খুঁজে পাননি সফিকুল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াছিন মিয়ার বাসা থেকে চোরাই মোবাইলগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩৯।