#

রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক নারী। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ নারী সালেহা বেগম ওই এলাকার মৃত আবদুস সাত্তারের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে সালেহা রান্না ঘরে ঢুকে গ্যাসের চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে তার সারা শরীরে আগুন লেগে যায়। সালেহা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সালেহাকে উদ্ধার করতে পারলেও ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগে আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

দগ্ধ সালেহাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সালেহার শরীরে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সালেহার স্বজনরা জানান, বালু ব্যবসায়ী স্বামী আবদুস সাত্তারের মৃত্যুর পর উপশহর বাজারে একটি চায়ের দোকান চালিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে নিশিন্দারার ওই ভাড়া বাড়িতে থাকতেন সালেহা বেগম। কিন্তু গ্যাসের আগুনে পুড়ে আজ তার সব শেষ হলে গেলো।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন