সাতক্ষীরার তালা উপজেলায় চুরির অপবাদে সাইদুর রহমান (৩৫) নামের এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
সাইদুর রহমান জানান, তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। একই গ্রামের রেজাউল ইসলাম ময়নার কাছে তিনি পাঁচ হাজার টাকা পেতেন। ওই টাকা ফেরত চাইলে ময়না তালবাহানা শুরু করেন।
গত বৃহস্পতিবার সেই টাকা চাইতে গেলে চুরির অপবাদ দিয়ে সাইদুরকে গাছের সঙ্গে বেধে নির্যাতন চালান ময়নার নেতৃত্বে সোবহান, সাগর, হাশেম, একরামুল, জসিম, সজীবসহ কয়েকজন।
স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম বলেন, ‘সাইদুর এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। তিনি চুরির মতো ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন না।’
অভিযোগের বিষয়ে জানতে রেজাউল ইসলাম ময়নার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আমির বলেন, ‘সাইদুর রহমানকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে চুরির কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com