সম্প্রতি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুঁইয়াকে বদলি করা হয়েছে। তার স্থলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত মোছা. মমতাজ মহল যোগ দিচ্ছেন।
গত বুধবার (১৬ আগস্ট) মমতাজ মহলকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে থেকে চুয়াডাঙ্গার অন্য তিনটি উপজেলায় নারী ইউএনও দায়িত্ব পালন করছেন।
সদর উপজেলায় মমতাজ মহল ইউএনও হিসেবে নিয়োগ পাওয়ায় প্রথমবারের মতো চুয়াডাঙ্গার সবকটি উপজেলাতেই নারী ইউএনও পেল জেলাবাসী।
এরমধ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত আছেন রোকসানা মিতা। তিনি চলতি বছরের ১৯ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন। আলমডাঙ্গায় ইউএনও হিসেবে কর্তব্যরত আছেন স্নিগ্ধা দাস। তিনি গত ১৮ জুন থেকে আলমডাঙ্গা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবননগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক নারী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি যোগ দেন গত ১৯ জুলাই। এরপর গত ১৬ আগস্ট চুয়াডাঙ্গা সদরে ইউএনও হিসেবে মমতাজ মহলকে নিয়োগ দেওয়া হয়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আমার জেলার চার উপজেলাতেই নির্বাহী কর্মকর্তা হিসেবে নারীদের দায়িত্ব পালনের বিষয়টি খুব ইতিবাচক। কর্মক্ষেত্রে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে নানা উদ্যোগ নিয়েছেন। এটা সেই উদ্যোগেরই একটা অংশ।
তিনি বলেন, প্রশাসনের সব সেক্টরে নারীর অংশগ্রহণ বাড়ছে, যেটা খুবই ইতিবাচক। জেলার সবকটি উপজেলায় নারী ইউএনও হওয়ায় পিছিয়ে পড়া নারী আরও বেশি উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। যদিও কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের আলাদা করে দেখার সুযোগ নেই।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com