মুসলিম ধর্মের বিরুদ্ধে বিদ্রুপ ছাড়ায় এমন শব্দগুলো সোশ্যাল মিডিয়া থেকে বাদ দিল চীন। দেশটির সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসে বলা হয়েছে, চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের ইসলাম ভীতি রয়েছে এমন শব্দগুলো চীনের সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ বাদ দিয়ে দিয়েছেন।
নেট ব্যবহারকারীরা অবশ্য বলছেন, মুসলিমদের তুষ্ট করতেই এই শব্দ বাদ দেওয়া হয়েছে। চীনে এখন কম করে দুই কোটি এক লাখ মুসলিম রয়েছেন। অধিকাংশই ইউঘুর শিয়াংজিনে থাকেন। আর হু মুসলিমরা থাকেন নিনশিয়া প্রদেশে। মুসলিমদের নিয়ে খুব একটা স্বস্তিতে নেই চীনও। মাঝেমাঝেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
শিয়াংজিন প্রদেশে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) নামের সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। এখানে ইউঘুরদের প্রভাব কমাতে হান জনজাতীয়দের বসবাসে অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই নিয়েই এই বিক্ষোভ।
চীনের পাল্টা অভিযোগ, দেশে বেশ কয়েকটি জঙ্গি হামলার পিছনে রয়েছে ইটিআইএম। তাদের অনেক সদস্যই সিরিয়া থেকে আইএসের প্রশিক্ষণ নিয়ে এসেছে। নিষিদ্ধ হওয়ার পরে 'গ্রিন রিলিজিয়ন' বা 'পিসফুল রিলিজিয়ন'র মতো শব্দ ব্যবহার করে সার্চ করা হচ্ছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com