চীনের টেলিকম ডিভাইস নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ২ years ago

‘জাতীয় নিরাপত্তার প্রতি অগ্রহণযোগ্য হুমকির’ কথা উল্লেখ করে চীনের টেলিকমিউনিকেশন ও ভিডিও সার্ভেইলেন্স সরঞ্জাম নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি)। নিষিদ্ধ কোম্পানির মধ্যে রয়েছে বিখ্যাত চীনা ব্র্যান্ড হুয়াওয়ে ও জিটিই।

পাঁচ সদস্যবিশিষ্ট এফসিসি শুক্রবার (২৫ নভেম্বর) জানায়, তারা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এফসিসি কমিশনার ব্রেন্ডন কার শুক্রবার এক বিবৃতিতে বলেন, সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস নেতৃত্বে ‘ব্যাপকভিত্তিক, উভয় দলের সমর্থিত।’

 

মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে চীনা সরঞ্জাম পঞ্চম প্রজন্মের (৫জি) ওয়্যারলেস নেটওয়ার্কে অনুপ্রবেশ করে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করতে পারে।

এফসিসি জানায়, নিরাপত্তা হুমকি বিবেচিত ডিভাইস শনাক্ত করা ও নিষিদ্ধ করে মার্কিন নেটওয়ার্ককে নিরাপদ রাখার বছরব্যাপী প্রয়াসের সর্বশেষ উদ্যোগ এটি।

 

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে হুয়াওয়ে, জেটিই, দাহুয়া, হাকভিশন ও হাইটেরার কোম্পানি।

হুয়াওয়ে ও চীন সরকার দীর্ঘদিন ধরেই গুপ্তচরবৃত্তির কথা অস্বীকার করে আসছিলো। তারা চীনা প্রযুক্তির বিরুদ্ধে মার্কিন অবরোধের নিন্দাও করেছিলো।

সূত্র: আল জাজিরা