চীনের আকাশে উড়ছে কমলা রঙের রিং, হতে পারে ইউএফও!

লেখক:
প্রকাশ: ৭ years ago

চীনের আকাশে ভেসে আসতে দেখা গেল কমলা রঙের একটি বৃত্ত। চীনের বাসিন্দারা রীতিমত চমকে গিয়েছেন সেই দৃশ্য দেখে।

চীনের নিজস্ব সোশ্যাল মিডিয়া Weibo-তে পোস্ট হয়েছে সেই ভিডিও ফুটেজও।

জানা গেছে, গত ২ নভেম্বর এই ঘটনাটি ঘটে। এরপরই ছড়িয়ে পড়ে ছবি ও ভিডিও। চীনের জিয়াংজি প্রদেশের সাংগরাওয়ের কাছে একটি গ্রামের মানুষ এই দৃশ্য দেখেছেন। সেই ডিম্বাকৃতি রিং ইউএফও হতে পারে বলেও মনে করছেন অনেকেই। ১০ মিনিট পরেই মিলিয়ে যায় মেঘের মত সেই বস্তুটি।

উল্লেখ্য এর আগে একই ধরনের একটি কালো ধোঁয়ার রিং দেখা গিয়েছিল চীনের লিয়াওনিং প্রদেশে। ১২ অগাস্ট ঘটেছিল সেই ঘটনাটি।