চীনা বাহিনীতে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান

:
: ৭ years ago

চীনা সামরিক বাহিনীতে যোগ হলো পঞ্চম প্রজন্মের চেংদু জে-২০ স্টিলথ যুদ্ধবিমান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

২০১১ সালে প্রথমবারের মতো জে-২০ নামের প্রথম স্টিলথ যুদ্ধবিমানটি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করে। পরে এটি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।

চীনের জে-২০ যুদ্ধবিমানটিকে আমেরিকার বিমান বাহিনীর লকহীড মার্টিনসের এফ-২২ র‌্যাপটরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। দ্রুত গতি ও গোপনীয়তা রক্ষা করে কার্যক্রম চালানোর জন্য এটিও তথাকথিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে পরিচিতি পেয়েছে। সূত্র : ফরচুন