চীনা পণ্য বয়কটের ডাক দেয়া ভারতে চীনা মোবাইলের ফ্লাশ সেল

:
: ৪ years ago

যখন ভারতের সঙ্গে লাদাখে যুদ্ধাবস্থা চলছে এবং ভারতজুড়েই ‘পণ্য বর্জন’ চলছে তখনই ফ্ল্যাশ সেলে স্টক আউট হয়ে গেল ওয়ানপ্লাস ৮ সিরিজের ফোনগুলো।

২৫ জুন ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছিল OnePlus 8 সিরিজের নতুন স্মার্টফোনগুলি। রিপোর্ট অনুযায়ী, সেই দিন সেল শুরু হতেই কিছু মিনিটের মধ্যেই আউট অফ স্টক হয়ে যায় ফোনগুলি। গ্রাহকরা এই ফোনটির সেলের অপেক্ষায় বসে ছিল তা বলাই বাহুল্য।

এই ফোনগুলিতে বেশ কিছু অফার দিচ্ছে। এই ফোনটি কেনার জন্য গ্রাহকরা যদি citi ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ১০% ডিসকাউন্ট। সেই সঙ্গে যদি কেও অ্যামাজন পে-এর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন ১০০০ টাকার ক্যাশব্যাক। এছাড়াও জিও-র তরফ থেকে রয়েছে ৬০০০ টাকার পর্যন্ত বেনেফিট।

উল্লেখ্য ভারতের গণমাধ্যমেও ফলাও করে এই ডিসকাউন্টের খবর প্রকাশিত হয়। আর এই অর্থনৈতিক সুবিধার কাছে পণ্য বর্জনের তথাকথিত দেশপ্রেমটুকু জলাঞ্জলী দিতে হলো ভারতীয়দের।