বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ড চিকিৎসকদের উপর হামলা হয়। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ড বিভাগে কর্মরত ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। একই সময়ে অন্য একটি রোগীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় নিরব ভূমিকা পালন করে বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা।
হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) শেবাচিম হাসপাতালের ইন্টার্নসহ সকল চিকিৎসকরা সম্মিলিতভাবে ৪ দফা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে। চিকিৎসকরা জানান, এ সময়ের মধ্যে শুধুমাত্র জরুরি বিভাগ চালু থাকবে।
দাবিগুলো হলো—
১. গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শেবাচিম হাসপাতালের শিশু মেডিসিন বিভাগে কর্মরত ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা।
২. হাসপাতালে ডাক্তারদের ২৪ ঘণ্টা নিরাপত্তা বিধানের লক্ষ্যে সার্বক্ষণিক ন্যূনতম ৩০ জন পুলিশ সদস্য নিয়োজিত করতে হবে এবং হাসপাতালে কর্মরত আনসার সদস্যের সংখ্যা তিনগুণ বৃদ্ধি করতে হবে।
৩. হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়নের জন্য হাসপাতালের শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তি করা বন্ধ করতে হবে এবং একজন রোগীর সাথে একজনের বেশি দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৪. অনতিবিলাম্ব চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com