চার মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স অক্টোবরে

:
: ৮ মাস আগে

প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে চলতি ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবরের দেশে রেমিট্যান্স পাঠিয়েছে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স। এ ছাড়া, সেপ্টেম্বরের চেয়ে ৬৪ কোটি ৩২ লাখ ডলার বেশি। সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার।

 

বুধবার (০১ ন‌ভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোব‌রে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ কোটি ৪৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৮২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬০ লাখ মার্কিন ডলার।

 

বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর বিষয়ে উৎসাহ দিতে সর্বশেষ প্রণোদনার হার বাড়ানো হয়েছে। গত ২২ অক্টোবরের অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার স‌ঙ্গে ব্যাংকগুলো দিচ্ছে ২ দশমিক ৫ শতাংশ। ডলারের সংকট কাটাতে বৈধ পথে রেমিট্যান্সের গতি বাড়ানোর জন্য এবিবি ও বাফেদা এই সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে অক্টোবর শেষে রেমিট্যান্স ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করছেন ব্যাংকাররা।

বর্তমানে প্রবাসীদের আয়ের ব্যাংকে এক মার্কিন ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা। এর ওপর সরকার আড়াই শতাংশ প্রণোদনা দেয়। এখন এক ডলারে পা‌চ্ছে ১১৩ টাকা ২৬ পয়সার কিছু বেশি। এর সঙ্গে ব্যাংকগুলো দিচ্ছে আরও ২.৫ শতাংশ বাড়‌তি দাম। ফলে রে‌মিট্যা‌ন্সের এক ডলারে মিলছে ১১৬ টাকার কিছু বেশি।

 

২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বরে গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিল। আলোচ্য মাসে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ বৈধ পথে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠালে সরকারের দেওয়া চলমান আড়াই শতাংশের সঙ্গে ব্যাংকগুলোর দেওয়া আরও আড়াই শতাংশ মিলে মোট ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। বর্তমানে প্রবাসীদের আয়ে ব্যাংকে এক মার্কিন ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে প্রণোদনা ৫ শতাংশ যোগ হবে। ফলে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারের বিপরীতে মিলবে ১১৬ টাকার কিছু বেশি। এই সিদ্ধান্তের কারণে আগামীতে রেমিট্যান্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন ব্যাংকখাত সংশ্লিষ্টরা।

বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল, যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।