নেপাল, ভুটান ও লাওসেও মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন সোনিয়া বশির কবির। এত দিন তিনি শুধু মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
চারটি দেশে মাইক্রোসফটের ডিজিটাল ট্রান্সফরমেশনের লক্ষ্যপূরণে কাজ করবেন সোনিয়া বশির কবির। স্থানীয় জনবল ও বিভিন্ন তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে গ্রাহকদের মান উন্নয়ন করাই মাইক্রোসফটের ডিজিটাল ট্রান্সফরমেশনের মূল লক্ষ্য। এ বিষয়ে মাইক্রোসফট এশিয়া-প্যাসিফিকের সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার মাইকেল সিমন্স জানান, উন্নয়নশীল দেশগুলোর জন্য ডিজিটাল রূপান্তরের বিষয়টি বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার এবং মাইক্রোসফটের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এশিয়া ও যুক্তরাষ্ট্রের ডিজিটাল রূপান্তর কার্যক্রমে সোনিয়া বশির কবিরের অভিজ্ঞতা দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন দায়িত্ব পেয়ে সোনিয়া বশির কবির বলেন, ‘কয়েকটি দেশের নতুন দায়িত্ব পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। প্রত্যেক মানুষ ও প্রতিষ্ঠান যেন ইন্টেলিজেন্ট ক্লাউড ব্যবহার করতে পারে সে জন্য কাজ করব। ’