চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) মহানন্দা ও পাগলা নদী এবং সেপটিক ট্যাংক থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চৌমুহনী-গুমপাড়া মহল্লার সইবুর রহমানের ছেলে মারুফ হোসেন (২১), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর-খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে লিজা খাতুন (১১) ও গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামের শামসুল হকের ছেলে মোস্তাকিম (২৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দুপুরে মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় মারুফ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসলে নেমে লিজা খাতুন নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাঈমা খাতুন নামের আরেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন মোস্তাকিম। সেখানে অক্সিজেনের অভাব দেখা দিলে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।