চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া ইউএনও আটক

লেখক:
প্রকাশ: ২ years ago

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে শাহরিয়ার জাহান নামে এক ভূয়া ইউএনওকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে একটি খাবারের হোটেল থেকে চাঁদা আদায়ের সময় ৪৮ বছর বয়সী শাহরিয়ারকে আটক করা হয়। তিনি পাংশা পৌর এলাকার নারায়নপুর গ্রামের মুন্সী আকবর আলীর ছেলে।

 

জানা যায়, উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকায় দুটি খাবারের হোটেলে গিয়ে নিজেকে পাংশার ইউএনও পরিচয় দিয়ে হোটেলের ট্রেড লাইসেন্স দেখতে চান শাহরিয়ার। এ সময় হোটেল কর্তৃপক্ষ লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে ওই দুই হোটেল থেকে ৫০০ করে মোট ১ হাজার টাকা চাঁদা আদায় করেন তিনি।

এ সময় শাহরিয়ারের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পাংশা থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে এ সময় হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম এবং মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামও।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘স্থানীয়রা বিষয়টি আমাদেরকে জানালে আমরা ঘটনাস্থলে হাজির হয়ে ভুয়া ইউএনওকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মামলা করে আদালতে তোলা হবে।