রাজশাহীর পুঠিয়ায় চাঁদাবাজি করার অভিযোগে দুইজন ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার বানেশ্বর বাজার থেকে ব্যবসায়ীরা ওই দুজনকে ধরে পুলিশে দেয়।
আটকরা হলেন, জেলার মোহনপুর উপজেলা সদর এলাকার আব্দুর রহমানের ছেলে বাবুল মিয়া (৩৬) ও একই এলাকার বিষু মন্ডলের ছেলে হাফিজুর রহমান (৩৫)। এ সময় আটকদের ব্যবহৃত পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দীন আহম্মেদ বলেন, দীর্ঘদিন থেকে আটক দুইজন বিভিন্ন এলাকায় সিআইডির সিভিল কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন।
খবর পেয়ে বানেশ্বর এলাকার ব্যবসায়ীদের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে এনিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওসি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com