চাঁদপুরে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

চাঁদপুরে ২শ’ গরীব ও দুঃস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডাব্লিএ)। রোববার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ এর প্রেসিডেন্ট ডাঃ আফরোজা আওরঙ্গজেব প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, কোস্টগার্ডের পরিচালক (পরিকল্পনা) মামুনুর রশিদ, পরিচালক (প্রকৌশল) মাকসুদ আলম, সিজিএফডাব্লিএ’র ভাইস-প্রেসিডেন্ট ফাতেমা সাঈদ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম.আতাহার আলী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বর্তমান সাধারণ সম্পাদক জিএম.শাহীন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা।