 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০১৯, ৩:৩৪ পূর্বাহ্ণ
 চশমা পরে চোখে দাগ হয়ে গেছে? 
  
    
    
     ডাক্তারের প্রেসক্রিপশন মেনে নিয়মিত চশমা পরলে চোখের নিচে আর নাকের দুপাশে দাগ হওয়া তো অবধারিত। এজন্য যারা সবসময় চশমা পড়েন তাদের অনেককেই জনসমক্ষে খুব একটা চশমা খুলতে দেখা যায় না। চশমা পরবো বলে ত্বকের যত্ন নিব না, এমন তো কোন কথা নেই!
ডাক্তারের প্রেসক্রিপশন মেনে নিয়মিত চশমা পরলে চোখের নিচে আর নাকের দুপাশে দাগ হওয়া তো অবধারিত। এজন্য যারা সবসময় চশমা পড়েন তাদের অনেককেই জনসমক্ষে খুব একটা চশমা খুলতে দেখা যায় না। চশমা পরবো বলে ত্বকের যত্ন নিব না, এমন তো কোন কথা নেই!
- অ্যালোভেরা থেকে যে জেল বা রস পাওয়া যায়, ত্বকের জন্য তা খুবই আরামদায়ক ও কার্যকর। একটি ফ্রেশ অ্যালোভেরার পাতা কেটে জেল বের করুন। এবার এই জেল চোখ ও নাকের কালো অংশটুকুতে লাগিয়ে নিন। জেলটা পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- শসার খোসা ছাড়িয়ে স্লাইস করে নিন। স্লাইস করা শসাগুলো চোখের কালো জায়গায় লাগিয়ে রাখুন। চোখ ঠাণ্ডা করার পাশাপাশি আপনার চোখের দাগ তুলতেও সাহায্য করবে স্লাইসগুলো। চাইলে শসার টুকরো হাত দিয়ে চটকে রস বের করে দাগযুক্ত জায়গায় লাগিয়েও একই ফল পেতে পারেন।
- শসার মতো ঠিক একই প্রসেস বেছে নিন লেবুর ক্ষেত্রেও। লেবু চিপে রস বের করে নিন। লেবুর রস দ্বিগুন পরিমাণ পানির সাথে মিশিয়ে এর গাঢ়তা কমিয়ে ফেলুন। এবার লেবু ও জলের এই মিশ্রণটি তুলার বলের সাহায্যে চোখ ও নাকের দাগযুক্ত জায়গাগুলোতে লাগিয়ে নিন। ১৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।
 
    
    
         
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ) 
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
        
        
             @Earthtimes24.com