চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুর পরে তাকে শেষবারের মত একনজর দেখতে সাধারণ মানুষের ঢল নেমেছে নগরীর চশমাহীলের মেয়র গলিতে।
শোকার্ত মানুষের কান্নায় ভারি হয়ে গেছে চশমাহীলের বাড়িটি। জন নন্দিত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দলে দলে উপস্থিত হচ্ছেন চট্টগ্রামবাসী।
বাদ আসর চট্টগ্রাম লালদিঘি ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্যে মরদেহ চট্টগ্রাম নগরীর দলীয় কার্যালয়ে রাখা হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই নেতার মরদেহ।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।