চলে গেলেন আলোর দিশারী মাওলানা ইউসুফ আলী

:
: ৩ years ago

বরগুনার বেতাগী ছালেহিয়া সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী গতকাল শনিবার শেষ রাতে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ নাতি নাতনী অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বিকেল সাড়ে ৪ টায় ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, মাওলানা ইউসুফ আলী সহজ-সরল জীবন যাবন করতেন। তিনি ছিলেন সদালাপী, স্পষ্টভাষী, সৎ ও ধার্মিক ব্যাক্তিসম্পন্ন। তিনি দীর্ঘ ৩৫ সময় ধরে বেতাগী পৌর শহরের প্রাণকেন্দ্র ৮ নম্বর ওয়ার্ডের ছালেহিয়া সিনিয়র আলিম মাদরাসায় অধ্যক্ষ পদে চাকুরি করতেন।

২০০৯ খ্রি. সালে তিনি ওই মাদরাসা থেকে সুনামে সাথে অবসর গ্রহণ করেন। এরপর থেকে পাশ্ববতী উপজেলা কাঠালিয়ার গ্রামের বাড়িতে বসবাস করতেন। বেতাগী মাদরাসা শিক্ষায় মাওলানা ইউসুফ আলী ছিলেন আলোর দিশারী। তাঁর হাতে গড়ে উঠেছে বেতাগী ও কাঠালিয়ায় একাধিক মাদরাসা।