চলন্ত পারাবাত-১০ লঞ্চ থেকে নারীর নদীতে ঝাঁপ

লেখক:
প্রকাশ: ৩ years ago

চলন্ত লঞ্চ থেকে এক নারী নদীতে ঝাঁপ দিয়েছেন। নারায়ণগঞ্জের রেল ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে বরিশালগামী এক লঞ্চে এ ঘটনা ঘটে। তবে লঞ্চের কর্মচারীদের সহায়তায় নারীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৯টায় ঘটনাটি পারাবাত-১০ লঞ্চে ঘটে। বরিশালের চরমোনাইয়ের ওই নারী আত্মহত্যার চেষ্টা করছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, নদীতে ঝাঁপ দেওয়ার আগ মুহূর্তে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন ওই নারী। একপর্যায়ে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হয় তার। এর কিছুক্ষণ পর চার বছরের সন্তানসহ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিতে যায়। এ সময় ওই নারীর মা শিশুটিকে টেনে ধরলে সন্তানকে ছেড়ে দিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি।

 

শহিদুল আরও জানান, নারীর এ ঘটনায় যাত্রীরা লঞ্চ থামাতে বলেন। লঞ্চ থামিয়ে আধা ঘণ্টার চেষ্টায় সেই নারীকে উদ্ধার করে লঞ্চের কর্মচারীরা। ঘটনার সত্যতা স্বীকার করে লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ডের কর্মকর্তা শাহাজুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের কারণে ওই নারী এ ঘটনা ঘটিয়েছে।