চলতি বছরে করোনায় সর্বোচ্চ মৃত্যু ৩৪ঃ টানা তৃতীয় দিনে সাড়ে তিন হাজারের বেশি শনাক্ত

লেখক:
প্রকাশ: ৩ years ago

দেশে টানা তৃতীয়দিনের মতো সাড়ে তিন হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন তিন হাজার ৫৮৭ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯৭ জনে।

গত দুই দিন দেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে তিন হাজার ৫৬৭ জন ও তিন হাজার ৫৫৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২দশমিক ৯৪ শতাংশ।গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯৮৫ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ৮৯৪ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০দিন পর (১৮ মার্চ) প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার (২৩ মার্চ) পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণকারী আট হাজার ৭৬৩ জন। এদের মধ্যে পুরুষ ছয় হাজার ৬৫০ জন (৭৫ দশমিক ৫৯ শতাংশ) ও নারী দুই হাজার ১৪৭ জন (২৪ দশমিক ৪১ শতাংশ)।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৩৪ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ১১জন এবং ষাটোর্ধ্ব ১৮জন রয়েছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে তিনজন, খুলনায় একজন, বরিশালে একজন, ময়মনসিংহে একজন এবং রংপুর বিভাগের একজন।