প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশের ন্যায় বরিশালের চরমোনাই ইউনিয়নের দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন চরমোনাই ইউনিয়নের দরিয়াবাদ কাজী বাড়ী।
আজ ৬ই এপ্রিল বরিশাল চরমোনাই ইউনিয়নের দরিয়াবাদ কাজী বাড়ীর উদ্যোগে কর্মহীন অসহায়, দুস্থ,দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতা ও সুবিধা বঞ্চিতসহ ৬৬ পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয় । লোকসমাগম না করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন দরিয়াবাদ কাজী বাড়ীর সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন অবঃ এস,আই মুনসুর আহমেদ ও অন্যান্য সদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন কে,এম ইউনুস এবং কে,এম টিটু।