চরমোনাইতে একই পরিবারের দুই সদস্যকে কুপিয়ে জখম

:
: ৩ years ago

বরিশালের চরমোনাইতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে আব্দুস সালাম হাওলাদার ও তার স্ত্রী মাকসুদা বেগম কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে। গত রবিবার (১০জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় নিজ হাওলাদার বাড়ির সামনে মাটির কাঁচা রাস্তার উপরে বসে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হল ৫ নং চরমোনাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরকান্দা গ্রামের বাসিন্দা মৃত আবদুল খালেক হাওলাদার ছেলে ও তার পুত্রবধু। আহতরা বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতের সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে জাকির মীরার জোরপূর্বক ভাবে সালামের পৈত্রিক জমি দখল নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। এ জমি নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল।ঘটনার দিন জাকির জোরপূর্বক ভাবে ওই জমিতে নাড়ার পালা দিয়ে দখল নেওয়ার চেষ্টা চালায়। তাতে সালামের স্ত্রী মাকসুদা বাধা দেয়। এক পর্যায়ে জাকির মীরা ক্ষিপ্ত হয় দুলাভাই কবির ভাগিনা হাসান রাঢ়ি, স্ত্রী নাজমা সহ অজ্ঞাত চার-পাঁচজন সন্ত্রাসীদের নিয়ে মাকসুদার উপরে হামলা চালায় । তাকে বাঁচাতে স্বামী সালাম দৌড়ে আসলে তাকেও এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন । বর্তমানে তারা এই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। সালাম এবং মাকসুদের অবস্থা খুবই আশঙ্কাজনক যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফার করা হতে পারে বলেও ওই ওয়ার্ডের কর্মরত চিকিৎসকরা জানান। এ নিয়ে কতোয়ালী মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও সাংবাদিকদের আহত স্বজনরা আরও জানান।