চরফ্যাশনে শিক্ষার্থীদের হাতে “রোজনামচা” তুলে দিলেন এমপি জ্যাকব

লেখক:
প্রকাশ: ৬ years ago

চরফ্যাশনে ৬ শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের “কারাগারের রোজনামচা” নামক সহ¯্রাধিক বই তুলে দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ব্রোজগোপাল টাউন হলে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান শেষে আগত শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর রোজনামচার বই ও ক্রেস্ট সনদ তুলে দেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অসমাপ্ত আতœজীবনী ও কারাগারে বন্দি থেকে তিনি লিখেছিলেন ‘রোজনামচা’ বই। নতুন প্রজন্মকে এই বই পড়ে আগামীতে বঙ্গবন্ধুর আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহব্বান জানান।

জ্যাকব আরো বলেন, আমি চরফ্যাশন-মনপুরায় উন্নয়ন করছি যা দৃষ্টি নন্দন রয়েছে। একই সাথে দু‘টি মাদ্রাসার অনার্স ও বিএসসি কোর্স চালু করছি। চরফ্যাশনে কলেজের সাথে সাথে মাদ্রাসা গুলোতে একসাথে উন্নয়ণ হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলীমা নিগার সুলতানা জ্যাকব, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ প্রমুখ।