চরফ্যাশনে মসজিদ পরিদর্শনে ধর্মমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

:
: ৩ years ago

চরফ্যাশন চরফ্যাশন উপজেলা ভিত্তিক একটি আধুনিক মসজিদ নির্মাণ করা উদ্যোগ গ্রহণ করা হয়। থানা মসজিদ নির্ধারণ করা হয়েছে। ১৩ কোটি ৫১লাখ টাকা ব্যয়ের চলমান উন্নয়ন কাজ শনিবারে দুপুরে পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো আবদুল হামিদ তালুকদার।

এই সময় উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের ভোলার উপ-পরিচালক হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীণ, সহকারী কমিশনার ভূমি রিপোন বিশ্বাস, চরফ্যাশন ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আহমেদ রশিদ, মনপুরার সুপার ভাইজার আল মামুন, যুগান্তর প্রতিনিধি আমির হোসেন প্রমুখ।

এই সময় অতিরিক্ত সচিব মো. আবদুল হামিদ জমাদার বলেন, সরকার সারা দেশে ৫৬০টি আধুনিক মসজিদ নির্মাণের জন্যে ৮হাজার ৭শ ২২ কোটি টাকা বরাদ্দ করেছেন। সঠিক কাজ মনিটরিং করার জন্যে দায়িত্ব দেয়া হয়েছে। মনপুরায় উপজেলার মসজিদ পরিদর্শন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের নিজস্ব অর্থায়নে এই সকল মসজিদ গুলো করার উদ্যোগ গ্রহণ করেছেন। রয়েছে আধুনিক ডিজাইন।