চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশন উপজেলার বিভিন্ন লঞ্চ ঘাটে প্রবেশ মুল্য সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে অতিরিক্ত রাখায় সোহাগ (২৪) নামের এক যুবককে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার বকসি ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান এই অভিযান পরিচালনা করেন।
জানাযায়, ঈদ উপলক্ষে যাত্রীদের যাতায়াত বেশি থাকাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট মহল ঘাটে প্রবেশ মুল্য ৫ টাকা নেয়ার কথা থাকলেও ১০ টাকা নিচ্ছে, এতে করে জনগনের ভোগান্তির কথা চিন্তা করে চরফ্যাশন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান বলেন, আমরা শুনেছি ১০ টাকা না দিলে ইজারদারা অনেক সময় যাত্রীদের সাথে খারাপ আচরণ করে থাকে। আগামীতে এসব যাতে না করতে পারে সেজন্য আজ সতর্ক করার পাশাপাশি স্থানীয় হানিফ মিয়ার ছেলে সোহাগ নামের এক যুবককে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com