চরফ্যাশনে ভাগিনার জমি জোরপূর্বক দখলের অভিযোগ মামার বিরুদ্ধে

লেখক:
প্রকাশ: ৩ years ago

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে রিক্সা চালক ভাগিনার ৪৭শতক জমি জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ রয়েছে মামাা আলী হোসেনগংদের রিরুদ্ধে। এই ব্যপারে ভাগিনা শাহে আলী চরফ্যাশন থানায় বৃহম্পতিবার সন্ধ্যায় অভিযোগ করেছেন।

 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরনাজিম উদ্দিন মৌজার এসএ ১৬ ডিপিনং ১২৪৪ দাগনং ডিয়ারা ৪১৪৭,৪৭৫৮,৪১৫৯,৪১৪২ মোট জমির পরিমান ক্রয় সূত্রে ১২ ও ওয়ারিশ সূত্রে ৩৫সহ মোট ৪৭শতক জমি দখল করে নিয়েছেন শাহেদ আলীর মামা আলী হোসেন মামাত ভাই আল উদ্দিন, শাহাবুদ্দিন অন্য লোক মনু মিয়া, কামাল, হেলাল উদ্দিন, শাহীনগংরা।

 

তারা ঐক্যবদ্ধ ভাবে শাহেদ আলীর ভাই আলী আজগর(৩৫)কে পিটিয়ে আহত করেছেন। সে প্রথমে চরফ্যাশন হাসপাতালে পরে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শাহেদ আলী বলেন, ইতিপূর্বে উক্ত জমি নিয়ে মাদ্রাজ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন সরমান ও মোজাম্মেল জমাদার ও ইউপি সদস্যগন শালিশ নামা দিয়েছেন।

 

উক্ত শালিশ বিষয় মামা আলী হোসেন মানছেনা। এই পর্যন্ত চরফ্যাশন থানায় ৪টি অভিযোগ দাখিল করা হয়েছে। স্থানীয় মাদ্রাজ ৮নং ওয়ার্ড ইউপির সদস্য নজু গোলদার ফয়সালার নামে থানা থেকে এলাকায় নিয়ে নানান তালবাহানা করে কাল ক্ষেপন করার অভিযোগ রয়েছে।

রিক্সা চালক শাহেদ আলী প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করেছেন। এই ব্যপারে চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।