চরফ্যাশনে পেট্রোল পাম্পের জেনারেটরের শর্টে আহত পল্লী বিদ্যুৎ কর্মচারী

লেখক:
প্রকাশ: ৪ years ago

চরফ্যাশনে মেসার্স ব্রাদাস ফিলিং পেট্রল পাম্পের জেনারেটরে পল্লী বিদ্যুতের পুরাতন লাইন সংস্কারের কর্মচারী ফেরদাউস(২২) বিদ্যুতপ্ষ্টৃ হয়ে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

 

বুধবার বেলা সাড়ে ১২টায় পৌরসভা ৬নং ওয়ার্ডে মহাসড়কের পাশে পল্লী বিদ্যুতের খাম্বায় বিদ্যুত লাইন সংস্কারের সময় এঘটনা ঘটে। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের উদ্ধার তৎপরতায় অচেতন অবস্থায় ওই কর্মচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহতের নাম মো.ফেরদাউস (২২) সে ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভার হামিদুল মিয়ার ছেলে।

 

 

এবিষয়ে বিদ্যুৎ লাইন সংস্কারের ফোরম্যান মো.মইনুল ইসলাম এ প্রতিবেদককে জানান, দুপুরে পুরাতন খাম্বা থেকে নতুন খাম্বায় তারের সংযোগ দেয়ার সময় সংলগ্ন বিতর্কিত অর্ধেক তৈল অর্ধেক পানির ব্রাদার্স পেট্রল পাম্পের চলমান জেনারেটরের লিক(ছিদ্র) তারের বিদ্যুত স্থানীয় ডিসের লাইনে সংযোগ থাকায় কর্মচারী ফেরদাউস বিদ্যুতের শর্টে আহত হয়ে খাম্বায় ঝুলে থাকে। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।

 

 

এবিষয়ে ব্রাদার্স ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সরওয়ার বলেন, আমাদের জেনারেটরের লাইনে কোনো ত্রুটি নেই।

 

 

চরফ্যাশন থানা পুলিশ এস আই নাজমুল জানান, তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।