ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে রবিবার দুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছে।
চরমানিকা আউটপোস্ট কোষ্টগার্ড কমান্ডার এম ওয়ালিউল্লাহ জানান, রবিবার দুপুরে চর পাতিলা থেকে কাঁচামাল বোঝাই একটি ট্রলারে করে চরফ্যাশনে চর কচ্ছপিয়া ঘাটে আসার সময় আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
পরে সংবাদ পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় শিশু জোনায়েদ (৩) কে মৃত উদ্ধার করা হয়। রোজিনা (২৫) ও জোবায়ের (২) কে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার টিমের কোষ্টগার্ড এলএস আবদুল্লাহ আল মামুন জানান, উত্তাল ঢেউয়ের কারণে কাছ থেকে দেখা স্বপন (৩০) ও বিলকিস (৫০) সাগরের গভীরে হারিয়ে যায়।
ফলে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। কোষ্টগার্ডের ল্যাফটেনেন্ট সার্জেন্ট মেডিকেল অফিসার শাহনেওয়াজ জোবায়ের আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, কোন কারণে উদ্বার অভিযান ব্যর্থ হলে রাতেই বরিশাল থেকে ডুবুরি আনা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com