চরফ্যাশন উপজেলায় সরকারি চালচুরির নয়া কৌশল শুরু হয়েছে। বস্তা পরিবর্তন করে চালচুরি করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাড়ে ৯ বস্তা সরকারি চাল জব্দ করেছেন। সরকারি বস্তার পরিবর্তে নুরজান নামক বস্তার লেভেল লাগিয়ে বিক্রি করছে।
জানাযায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ওচমানগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাশেমের বাড়ী থেকে এই চাল জব্দ করা হয়। ওয়ার্ড মেম্বার ইব্রাহীম বলেন, চাল গুলো সরকারি তবে কোথায় থেকে আসছে তা আমার জানা নেই। ওই বাড়ীর গৃহবধূ বলেন,চাল গুলো আমরা আবু তাহের বেপারীর কাছ থেকে ক্রয় করছি।
স্থানীয় আবুল কাশেম মোল্লা বলেন,সরকারি চাল গুলো গরীবে পায়না ভিত্তবানগন চাল গুলো ক্রয় করে নিয়ে যায়। খাদ্য গুদাম থেকে বেপারীগন টনে টনে চাল ক্রয় করেন।
সরকারি চাল কিভাবে তারা ক্রয় করেন তা জানার বাহিরে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা চাল জব্দ করছি। চাল সরকারি না অন্য তা ফুড অফিস বলতেপারবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com