চরফ্যাশনে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৪ years ago

জনসাধারণের দৌড় গোড়ায় সেবা পৌছিয়ে দিতে নতুন আঙ্গিকে ভোলা জেলার মধ্যে এই সর্ব প্রথম চরফ্যাশন সদরে গ্রামীণফোন সেন্টারের চালু করা হয়েছে।

 

সোমবার (২৩নভেম্বর/২০২০ইং) দুপুর ১২টায় সদর রোডে অবস্থিত বকশি টাওয়ারের দ্বিতীয় তলায় ফিতা ও কেক কেটে গ্রামীণ ফোন সেন্টারের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিজনেস সার্কেলের হেড এ এস এম হেদায়েতুল হক।

 

 

এর পর স্থানীয় গ্রামীণ ফোন সেন্টারের চরফ্যাশন শাখার প্রাইটর আবদুল হাই.র সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তৃতা অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, জনগনের দৌড় গোড়ায় সেবা পৌছে দিতে এই গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

 

 

ওই সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল বিটেইল হেড মো.নুুরুল আমিন, বরিশাল বিজনেস হেড মো.ফাহিম, রিটেইল স্যানেল ম্যানেজার, মো. মোয়াজ্জেম হোসেন।

 

 

এছাড়াও ভোলা এরিয়া ম্যানেজার মোশারেফ হোসেন, চরফ্যাশন টেবিটোরি ম্যানেজার মো. জাবিদ হোসেন প্রমুখ।