চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ওয়েবসাইটে বিষয় নির্বাচন দিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ওয়েবসাইটে বিষয় নির্বাচন দিতে গেলেই ‘নট এভেইলবল’ লেখা প্রদর্শিত হচ্ছে বলে অভিযোগ ভর্তিচ্ছুদের।
সার্ভারের সমস্যার কারণে এমনটি হচ্ছে বলে মনে করেছেন শিক্ষার্থীরা। চবি সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণদের নিজস্ব আইডি থেকে বিষয় নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়। চারটি ইউনিটের-‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ উত্তীর্ণদের বিষয় নির্বাচনের সময় শুরু হয় ৬ নভেম্বর থেকে। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনেক শিক্ষার্থী বিষয় নির্বাচন দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। ভর্তিচ্ছুদের অভিযোগ, যতবারই ওয়েবসাইটে বিষয় নির্বাচন দিতে চেয়েছেন ততবারই ‘নট এভেইলবল’ লেখা প্রদর্শিত হয়েছে।
এদিকে ১২ নভেম্বর ‘সি’ ইউনিটের, ১৩ নভেম্বর ‘ডি’ ইউনিটের, ১৪ নভেম্বর ‘বি’ ইউনিটের ও ১৫ নভেম্বর ‘এ’ ইউনিটের বিষয় নির্বাচনের সময় শেষ হচ্ছে। ফলে এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিষয় নির্বাচন দিতে না পারা শিক্ষার্থীরা।
ডি ইউনিটের মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বলেন, গত বুধবার সারাদিন ওয়েবসাইটে গিয়ে চেষ্টা করেও বিষয় নিবার্চন দিতে ব্যাথ হয়েছি। কিন্তু বরাবরই নট এভেইলবল লেখা এসেছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেক্টরের কো-অর্ডিনেটর আনোয়ারুল আজিম বলেন, ‘সার্ভারে এ রকম কোনো সমস্যা দেখা যায়নি। সার্ভার ঠিকমতো কাজ করছে। আমি সকালেও মোবাইল থেকে চেক করে দেখেছি। সার্ভার ঠিকমতো চলছে। ’