চবিতে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সাঁটানো প্ল্যাকার্ডে একাধিক ভুল

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাঁটানো একাধিক প্ল্যাকার্ডে শব্দের বানানে ভুল লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে এই প্ল্যাকার্ডগুলো সাঁটানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই বানান ভুলের ছবি ছড়িয়ে পড়ায় সমালোচনা শুরু হয়েছে শিক্ষার্থী-নেটিজেনদের মধ্যে।

শহীদ মিনারে সাঁটানো এসব প্ল্যাকার্ডে ‘বাংলাদেশের’ শব্দের জায়গায় বাংলাশের, ‘কুঁড়ি’কে কুঁডি, ‘ফেব্রুয়ারি’কে ফেব্রয়ারি, ‘তুমি’কে তুাম লেখার মতো ভুল দেখা গেছে। এ ছাড়া, ‘একুশ মানে মাথা নত না করা।’ জায়গায় লেখা হয়েছে ‘একুশ মানি মাথা নথ না করা’।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ঢাকা পোস্টকে বলেন, প্ল্যাকার্ডে ভুলের বিষয়টি যখনই আমাদের নজরে এসেছে, তখনই শহীদ মিনার থেকে সেগুলো অপসারণ করা হয়েছে। এই কাজগুলো মূলত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর করে থাকে। তারা প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্ল্যাকার্ড বর্ণমালা লিখে থাকে।

এই কাজের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের তত্বাবধায়ক প্রকৌশল মাহফুজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।