চতুর্থবারের মতো ফের চ্যান্সেলর মেরকেল

লেখক:
প্রকাশ: ৭ years ago

জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি (সিডিইউ) আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে। আর এতে করে চতুর্থবার চ্যান্সেলর হলেন ‘ইউরোপের নেত্রী’ মেরকেল।

স্থানীয় সময় রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের ১৯তম সাধারণ নির্বাচনে মোট ৬৫টি দল অংশ নিয়েছে। দেশটিতে প্রায় ৬ কোটি ১০ লাখ ভোটার তাদের অধিকার প্রয়োগ করেছেন।

নিয়ম অনুযায়ী,  প্রতিজন ভোটার দু’টি করে ভোট দিয়েছেন। একটি সংসদীয় আসনের প্রার্থীকে, অপরটি দলকে। জার্মানিতে কোনো দল মোট ভোটের ৫ শতাংশ না পেলে সেই দল সংসদে (বুন্দেসতাগ) প্রতিনিধিত্ব করতে পারে না। বুন্দেসতাগের মোট ৫৯৮ আসনের মধ্যে ২৯৯টি আসনে রোববার সরাসরি নির্বাচন হয়েছে। বাকি ২৯৯ আসনে দলীয় ভোটপ্রাপ্তির শতাংশের হিসাব অনুযায়ী বিভিন্ন দলের প্রার্থী তালিকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রাথমিকভাবে জানানো হয়েছে, নির্বাচনী ফলাফলে মেরকেলের দল প্রায় ৩৩ শতাংশ ভোট পেয়েছে। আর ক্ষমতাসীনদের প্রতিদ্বন্দ্বী এসপিডি পেয়েছে ২০-২২ শতাংশ ভোট।